শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

ভুলে যেও না ইসরাইলকে সৃষ্টি করেছিল জাতিসংঘ: নেতানিয়াহুকে ম্যাকরন

দক্ষিণ লেবাননে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাদের হামলার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

তিনি বলেন, নেতানিয়াহুর একথা ভুলে গেলে চলবে না যে, জাতিসংঘের প্রস্তাবের মাধ্যমে ইসরাইল সৃষ্টি হয়েছিল।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ অক্টোবর) ফরাসি মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর একথা ভুলে যাওয়া উচিত নয় যে, জাতিসংঘই প্রথমবারের মতো ইসরাইলকে সৃষ্টি করেছিল। কাজেই এখন সেই জাতিসংঘের সিদ্ধান্ত উপেক্ষা করা তেল আবিবের উচিত হবে না।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানানোর পর প্যারিসে অনুষ্ঠেয় প্রতিরক্ষা শিল্প বিষয়ক একটি প্রদর্শনীতে ইসরাইলকে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়নি।

১৯৪৭ সালের নভেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে ইহুদি ও ফিলিস্তিনিদের জন্য আলাদা দু’টি রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার পথ সুগম হয়।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ