তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন, গাজ্জাকে দ্রুত তার ক্ষত সারিয়ে পুনরুদ্ধার করতে হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, গাজ্জায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্ক সক্রিয় ভূমিকা রাখছে।
ইস্তানবুলে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান এসব জানান।
তিনি বলেন, তার সরকার ‘হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া চুক্তিটি স্থায়ী করতে এবং দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে।’
এরদোগান বলেন, ‘ইসরাইলের অতীত রেকর্ডের কারণে আমরা আমাদের সতর্কতা ও সংযম ত্যাগ করছি না।’
তুরস্ক, কাতার ও মিশর- এই তিন দেশই গত সপ্তাহে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে।
এরদোগান জানান, এই চুক্তি যেন কেবল সাময়িক না হয়, বরং স্থায়ী শান্তির ভিত্তি তৈরি করে, সেটিই এখন তুরস্কের প্রধান লক্ষ্য।
তিনি মনে করেন, যুদ্ধবিধ্বস্ত গাজ্জার মানুষের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো পুনর্গঠন ও মানবিক সহায়তা। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, গাজ্জার ক্ষত সারাতে এবং স্থায়ী শান্তির পথ তৈরি করতে সকলে একসঙ্গে কাজ করতে।