জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায় ঘোষণা করা হবে আজ।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেছেন। বেঞ্চের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার তিন আসামি হলেন, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে আইজিপি মামুন ইতোমধ্যে রাজসাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা হবে। একমাত্র গ্রেফতার আসামি মামুনকে জেল থেকে আদালতে হাজির করা হবে। এছাড়া, গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারও আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে উপস্থিত থাকবেন।
এদিকে, রায় উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকা ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। অতিরিক্ত নিরাপত্তার জন্য বিজিবি ও সেনা মোতায়েনও করা হয়েছে।
বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতার স্বার্থে ট্রাইব্যুনালের অনুমতিক্রমে রায় সরাসরি সম্প্রচার করা হবে। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় দেখানোর ব্যবস্থা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রসিকিউশন আসামিদের মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার আবেদন করেছে।
উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। পুনর্গঠনের পর প্রথম মামলা হিসেবে গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি শুরু হয় এবং সেদিনই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে সাবেক আইজিপি মামুন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে আসামি হিসেবে যুক্ত করা হয়। ১ জুন তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগের আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হয়।
অভিযোগগুলো হলো-
১) ১৪ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেওয়া;
২) আন্দোলনকারীদের নির্মূলে প্রাণঘাতী অস্ত্র, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের নির্দেশ;
৩) রংপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা;
৪) চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে হত্যা;
৫) আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা।
১০ জুলাই অভিযোগ গঠনের পরই আইজিপি মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করেন এবং তা মঞ্জুর হয়। গত ১২-২৩ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপনের পর রায় ঘোষণার দিন আজ নির্ধারিত হয়।
এ মামলায় মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। চানখাঁরপুলে নিহত স্কুলছাত্র আনাসের বাবা পলাস, প্রথম শহীদ আবু সাঈদের সহযোদ্ধা, জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম ও ‘দৈনিক আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান ছিলেন গুরুত্বপূর্ণ সাক্ষী।
রাষ্ট্রপক্ষের সাক্ষীদের তালিকায় আছেন চিকিৎসক, প্রত্যক্ষদর্শী, তদন্তকারী কর্মকর্তা ও বিভিন্ন পেশার মানুষসহ মোট ৫৪ জন।









