শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

কর্ণাটকে হিজাব নিষেধাজ্ঞার কারণে ৫০ ভাগ মুসলিম শিক্ষার্থী সরকারী কলেজ থেকে ঝরে পড়েছে

ভারতের কর্ণাটক সরকারের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর নিষেধাজ্ঞার কারণে অনেক মুসলিম ছাত্র-ছাত্রী সরকারী কলেজ থেকে বেসরকারি কলেজে প্রত্যাবর্তন করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস এর তথ্য অনুযায়ী, সরকারি কলেজে ২০২১-২২ সালে ৩৮৮ জন মুসলিম ছাত্র একাদশ শ্রেণিতে নথিভুক্ত হয়েছিল তবে ২০২২-২৩ সালে তা ১৮৬ জনে নেমে এসেছে।

গবেষণা অনুসারে, এই শিক্ষাবর্ষে মাত্র ৯১ জন মুসলিম মেয়ে সরকারি কলেজে ভর্তি হয়েছে যেখানে ২০২১-২২ শিক্ষাবর্ষে ১৭৮ জন ছিল।

সরকারি কলেজে মুসলিম ছেলেদের ভর্তির সংখ্যা ২১০ থেকে ১০০ তে নেমে এসেছে।

অন্যদিকে জেলার প্রাইভেট প্রাক-বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে মুসলিম শিক্ষার্থীদের তালিকাভুক্তি বেড়েছে। এখানে ২০২১-২২ সালে ৬৬২ জন ভর্তি হয়েছিল। যা এই শিক্ষাবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ৯২৭ জনে। মুসলিম ছেলেদের ভর্তির সংখ্যা ৩৩৪ থেকে ৪৪০ এবং মুসলিম মেয়েদের ভর্তি ৩২৮ থেকে ৪৮৭ জনে উন্নীত হয়েছে।

বেসরকারী উদুপির সালিহাত পিইউ কলেজের একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২১-২২ সালে ৩০ জন মুসলিম মেয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল। যা ২০২২-২৩ সালে বেড়ে ৫৭ তে দাঁড়িয়েছে।

‘সালিয়াথ গ্রুপ অফ এডুকেশনের’ প্রশাসক আসলাম হাইকাদি বলেন, “আমাদের পিইউ কলেজে মুসলিম মেয়েদের ভর্তির হার প্রথমবারের মতো প্রায় দ্বিগুণ হয়েছে। হিজাব ইস্যুটি যে আসলেই পরিবার গুলিকে তাদের ব্যক্তিগত ও শিক্ষাগত ভাবে প্রভাবিত করেছে এটিই তার বড় প্রমান।”

উল্লেখ্য; গত বছর ভারতের কর্নাটকে হিজাব পরে কলেজে আসার জন্য ৫৮ জন মুসলিম ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছিল কলেজ কর্তৃপক্ষ।

সূত্র: মুসলিম মিরর
spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ