জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জুলাই আন্দোলনে শহীদ আনাসের মা আবেগঘন কণ্ঠে বলেন, ‘আপনি (তারেক রহমান) আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় এলে সব শহীদ হত্যার বিচার করবেন, এটাই আমাদের বিশ্বাস। অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। আজও আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আপনারা ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং বর্তমান সরকারের মতো বেইমানি করবেন না।’
শহীদ জাহিদের মা ফাতেমাতুজ জোহারা কান্নাজড়িত কণ্ঠে তার সন্তানের স্মৃতিচারণ করে বলেন, ‘আমার জিসানকে যদি না পাই, এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমার বড় ছেলে আমাকে আদর করে ‘আম্মু মা’ বলে ডাকত। আজ ১৭ মাস হয়ে গেছে, কেউ আর আমাকে সেই নামে ডাকে না। আমার বড় ছেলে মারা যাওয়ার এক সপ্তাহ আগে সে বলেছিল, জিসান চলে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না। কিন্তু আজ সে-ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি কী নিয়ে বাঁচব?’











