মঙ্গলবার, মে ২০, ২০২৫

বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলা হয়েছে: কামরুল ইসলাম

spot_imgspot_img

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, তরুণ প্রজন্ম যাতে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে না পারে সেজন্য বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস মুছে ফেলা হয়েছে। বর্তমান সরকার তরুণদের সঠিক ইতিহাস জানানোর ব্যবস্থা করেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের তালেবুর আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ভাষণ যেখানে দিয়েছিলেন (রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ‍সেখানে শিশুপার্ক নির্মাণ করা হয়। যাতে করে বর্তমান প্রজন্ম সেই ঐতিহাসিক স্থানকে চিনতে না পারে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টারনেটের ভালো দিকগুলো ব্যবহার করে স্বাধীনতার সঠিক ইতিহাস জানা ও মন্দ দিকগুলোকে বর্জনেরও আহ্বান জানান তিনি।

তরুণ প্রজন্মই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, যারা বাংলাদেশকে পেছনে নিতে চায়, তারা বলে টেক ব্যাক বাংলাদেশ। আমরা বলি গো ফরওয়ার্ড বাংলাদেশ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img