তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে দেশটি সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তার আঙ্করা সফরের কথা রয়েছে।
এরদোগানের প্রধান প্রেস সহকারী ফাহরেত্তিন আলতুন এক্স পোস্টে লিখেছেন, দুদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন দুই নেতা।
সংবাদমাধ্যম ডেইলি সাবাহ বলছে, জেলেনস্কি আবুধাবি থেকে আসছেন। সেখানে তিনি সোমবার (১৭ ফেব্রুয়ারি) অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। দুটি বন্দিবিনিময় এবং কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে একটি শস্য চুক্তি বাস্তবায়নে সহায়তা করেছেন, যা দুই বছর আগে একটি বড় বৈশ্বিক খাদ্য সংকট এড়াতে সাহায্য করেছিল।











