র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, অচিরেই সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেয়া হবে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর নয়াগাঁও মধ্যহাটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে একটি পক্ষ। তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের এগিয়ে যাওয়াকে সহ্য করতে পারছে না। দেশের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে দেশ থেকে জঙ্গিবাদ দমনে বলিষ্ঠ ভূমিকা রেখে বিশ্ব দরবারে দেশের সুনাম অর্জন করেছে সেভাবে অচিরেই সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেয়া হবে।
এর আগে তিনি সকাল ১১টায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি পরিদর্শন করেন।
তিনি বলেন, শাল্লায় গতকাল ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। কোনোভাবেই এই ঘটনা বরদাশত করা হবে না। ঘটনার সাথে জড়িতদের কালো হাত ভেঙ্গে দেয়া হবে। যারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে তাঁদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে সবার সমান অধিকার রয়েছে। কেউ যদি সংখ্যালঘুদের উপর নির্যাতন করে তা সহ্য করা হবে না। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এই ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটতে পারে সেই জন্য ক্ষতিগ্রস্ত গ্রামে র্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হবে। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি।










