বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কার ও বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে। নির্বাচন এমনভাবে করতে হবে, যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে। তাই জাতীয় নির্বাচনের পূর্বে সরকারকে ৩টি শর্ত পূরণ করতে হবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে একটি ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রয়োজনীয় সংস্কারগুলো না করে যদি নির্বাচন হয় তবে এই নির্বাচন গণতন্ত্রের কোন ভিত্তি রচনা করতে পারবে না। অতীতের যে নির্বাচনগুলো দেশ এবং জাতি ও বিশ্বের কাছে মোটেও গ্রহণযোগ্য হয়নি সে রকমের হয়তো আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ঐ নির্বাচন চাই না। হাজার প্রাণের বিনিময় হাজার হাজার পঙ্গুত্বের বিনিময়, আহত হওয়ার বিনিময়, রক্তের বিনিময় যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে। এ সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয় তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সংস্কারের মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের প্রত্যাশা পূরণ করা হোক। সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে।’
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এ অবস্থায় দেশে নির্বাচন হওয়ার পূর্বে দৃশ্যমান, গ্রহণযোগ্য, মৌলিক সংস্কার করতে হবে। মধ্য ফেব্রুয়ারি সময়সীমা নির্বাচনের জন্য কঠিন নয়। শর্তগুলো পূরণ হলে নির্ধারিত সময়ের আগে বা পরে নির্বাচন হতে পারে। এক্ষেত্রে সকল রাজনৈতিক দলের উচিত সরকারকে সাহায্য করা। যতদ্রুত তারা সরকারের সাথে সমন্বয় করবে তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে, তাহলে যে পরিস্থিতি হবে তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জামাতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও এড. এহসানুল মাহবুবু জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন।