শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ভারতের বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে ঢাকায় জমিয়তের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলা ও ভারতের লোকসভায় পাস হওয়া মুসলিমবিরোধী বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করে ইসরাইল। কিন্তু ইসরাইল সেই চুক্তি ভঙ্গ করেছে। তারা গাজ্জায় হামলা করে মানবাধিকারকে পদদলিত করেছে। গত কয়েকদিন যাবত ফিলিস্তিনের সীমানায় কোনো সাহায্য সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন মনে হচ্ছে সারা দুনিয়ার জন্য ইসরাইল একটি বিষফোঁড়া। এই বিষফোঁড়াকে নির্মূল করতেই হবে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠদের দেশ। এ দেশের বাজারে-দোকানে ইসরাইলি পণ্য চলতে পারে না।

তিনি বলেন, ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়েছে। এই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন জ্বলছে। একটা পর্যায়ে গতকাল হাইকোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে। আমরা তাদের এই রায়কে স্বাগত জানাই। তবে এটি স্থগিত নয়, একেবারেই বাতিল করতে হবে। ভারতে আর এই বিতর্কিত ওয়াকফ বিল চলবে না।

জমিয়ত মহাসচিব বলেন, ভারতে প্রায় ১০ লাখ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে। মূলত এই ওয়াকফ সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত মাদরাসা-মসজিদ বন্ধ করে দেওয়াই হলো তাদের মূল এজেন্ডা। এটা হতে দেওয়া যাবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img