চট্টগ্রাম জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া প্রতিষ্ঠাতা পরিচালক, আরবী সাহিত্যিক আল্লামা সুলতান যওক নদভী রহ. স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেলে চট্টগ্রাম জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়।
জামেয়ার নব-নিযুক্ত পরিচালক মাওলানা ফুরকানুল্লাহ খলীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বিশেষ অতিথি ছিলেন, বেফাকুল মাদারিসিল আরবিয়ার প্রধান পরিচালক মাওলানা ওবাইদুর রহমান খান নদভী।
এতে আরও উপস্থিত ছিলেন, আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার পরিচালক মাওলানা আবু তাহের নদভী, জামেয়াতুন নুরের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ওবাইদুল্লাহ হামজা, চট্টগ্রাম লালখান বাজার মাদরাসার মুহতামিম মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী, মুজাহেরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম মুফতী হাবিবুর রহমান কাসেমী, মুফতী শামছুদ্দিন জিয়া, সাবেক এমপি আলহাজ্ব হামিদুর রহমান আজাদ, আলহাজ শাহজাহান চৌধুরী, ড. আ ক ম আব্দুল কাদের, ড. মাওলানা সৈয়দ আবু নোমান, ড. রশিদ জাহেদ, অধ্যক্ষ আ ন ম সলিমুল্লাহ, ড. মুস্তফা কামিল মাদানী, হাফেজ তৈয়ব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমীর বলেন, আল্লামা সুলতান যওক নদভী রহ. ইলম আমলের এক অপূর্ব দৃষ্টান্ত। তাঁর জীবন থেকে সবাই যেন শিক্ষা গ্রহণ করে এবং তার জন্য দুআ করে। তার স্থানে যাকে দারুল মাআরিফের জিম্মাদারী দেওয়া হয়েছে তাকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।