বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে ন্যাটো সদস্য হতে পারে সুইডেন: তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী

সুইডেন যদি প্রতিশ্রুতি পূরণ করে তাহলে ফিনল্যান্ডের মতো ন্যাটোর সদস্য হতে পারবে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার।

আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার (১৭ জুন) ন্যাটো সদস্য ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সুইডেন মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ন্যাটো জোটের সদস্য হতে চাইছে। তবে দেশটির বিরুদ্ধে তুরস্কের রয়েছে বিভিন্ন অভিযোগ। তার মধ্যে অন্যতম হলো সুইডেনে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের আশ্রয় প্রদান। এ কারণ দেখিয়ে তুরস্ক সুইডেনের ন্যাটো সদস্য পদ আটকে দিয়েছে। যদিও গত বছর একই সময় আবেদন করা ফিনল্যান্ডকে অনুমোদন দিয়েছে তুরস্ক।

ন্যাটো সদস্য ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের বিষয়ে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ বৈঠকে আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, “ক্রিমিয়ার অন্তর্ভুক্তি সহ আমরা পুনরায় ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আমাদের সমর্থন প্রকাশ করেছি।”

তিনি বলেন, বিশ্বব্যাপী চলমান খাদ্য সংকট সমাধানের জন্য তুরস্কের মধ্যস্থতায় ইতিমধ্যে ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ কাঠামোর মধ্যে দিয়ে প্রায় ৩২ মিলিয়ন টন শস্য ইউক্রেনের সমুদ্র বন্দর থেকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য; ন্যাটো জোটের প্রধান নেতারা আগামী ১১ ও ১২ জুলাই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে একটি বৈঠকে যোগ দেবেন। আশা করা হচ্ছে এ বৈঠকে ইউক্রেনের প্রতি সমর্থন বাড়াবে ন্যাটো।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ