মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

জুলাই মাসে ফিলিস্তিনের পশ্চিম তীরে ৪৬৬ হামলা চালিয়েছে ইসরাইল

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। শুধু জুলাই মাসেই ফিলিস্তিনিদের ও তাদের সম্পত্তির ওপর অন্তত ৪৬৬ বার হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এসব আক্রমণে চারজন নিহত হয়েছেন এবং জোরপূর্বক উৎখাত করা হয়েছে দুটি বেদুইন সম্প্রদায়কে, যেখানে ৫০টি ফিলিস্তিনি পরিবার বসবাস করত।

শনিবার (১৬ আগস্ট) স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন দখলকেন্দ্র স্থাপন

আল-বাইদার সংগঠন ফর দ্য ডিফেন্স অব বেদুইন রাইটস এক বিবৃতিতে জানিয়েছে, নাবলুস শহরের দক্ষিণে দুমা শহরের পূর্বে শাকারাহ বেদুইন সম্প্রদায়ের মাত্র ৪০০ মিটার দূরে একটি নতুন দখলকেন্দ্র (আউটপোস্ট) স্থাপন করেছে অবৈধ দখলদাররা। শুক্রবার এ দখলকেন্দ্র স্থাপন করা হয় এবং শনিবার সন্ধ্যা থেকে সেখানে বুলডোজারের কাজও শুরু হয়েছে।

সড়কে হামলা, গাড়ি ক্ষতিগ্রস্ত

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, জেনিন ও নাবলুসকে সংযোগকারী সড়কে শাভেই শোমরন দখলকেন্দ্রের কাছে ফিলিস্তিনি গাড়িতে পাথর নিক্ষেপ করেছে দখলদাররা। এতে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফসল ধ্বংস ও দৈনিক উসকানি

হেবরনের দক্ষিণে মাসাফের ইয়াত্তার আল-ফাখিয়েত সম্প্রদায়ে দখলদারদের কার্যক্রমের কথা জানান স্থানীয় অ্যাক্টিভিস্ট উসামা মাখমারেহ। তিনি বলেন, দখলদাররা তাদের ভেড়াগুলোকে গাছপালা ও ফসলের মধ্যে ছেড়ে দেয়, যাতে ফসল ধ্বংস হয়। তারা ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি বাসিন্দাদের উসকানি দেয় এবং তাদের নিজেদের গবাদি পশু খামারঘর থেকে বের হতে বাধা দেয়। এটি প্রতিদিনের দৃশ্যে পরিণত হয়েছে।

হেবরনে দোকান বন্ধ ও চলাচলে নিষেধাজ্ঞা

হেবরন শহরে দখলদারদের অনুপ্রবেশের সময় ইসরাইলি বাহিনী পুরনো শহরের দোকানগুলো জোরপূর্বক বন্ধ করে দেয় এবং স্থানীয় বাসিন্দাদের চলাচল কঠোরভাবে সীমিত করে।

হতাহত ও উচ্ছেদ

ফিলিস্তিনি কোলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, জুলাই মাসেই দখলদারদের আক্রমণে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে দুটি বেদুইন সম্প্রদায়কে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০টি ফিলিস্তিনি পরিবার।

সামগ্রিক পরিস্থিতি

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় গণহত্যার দ্বিতীয় বছর শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও দখলদারদের হাতে অন্তত ১,০১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং সাত হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আন্তর্জাতিক বিচার আদালতের রায়

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তাদের পরামর্শমূলক রায়ে জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব অবৈধ। আদালত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সব দখলকেন্দ্র খালি করার আহ্বান জানায়।

সূত্র: ইয়ানি সাফাক

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img