ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ১৯ জনকে তুলে নিয়ে গেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।
রবিবার (১৭ আগস্ট) পশ্চিম তীরের বিভিন্ন স্থানে আগ্রাসন চালিয়ে এদেরকে তুলে নিয়ে যায় দখলদার বাহিনী।
ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা সূত্রে জানা গেছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চল নাবলুস থেকে চালিয়ে ছয়জন, বেথলেহেম ও নাবলুস থেকে আরও নয়জনকে তুলে নিয়ে যায় ইসরাইলি বাহিনী, যাদের মধ্যে একই পরিবারের ছয়জন সদস্য রয়েছেন। এছাড়া, পশ্চিম তীরের দক্ষিণ হেবরনে সেনারা দু’জনকে এবং উত্তর রামাল্লা থেকে আরও দুজনকে তুলে নিয়ে যায়।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজ্জায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে দখলদার সেনারা ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে অপহরণ করেছে।
দখলদারদের হামলা
অন্যদিকে, অবৈধ ইসরাইলি দখলদাররা রামাল্লায় ফিলিস্তিনি গাড়িতে পাথর নিক্ষেপ করে এবং পানি সরবরাহের পাইপ ক্ষতিগ্রস্ত করে। পশ্চিম তীরের জেরিকোতে দখলদাররা ফিলিস্তিনি কৃষিজমি নষ্ট করেছে।
ফিলিস্তিনি কোলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, শুধু জুলাই মাসেই পশ্চিম তীরজুড়ে দখলদাররা ফিলিস্তিনিদের ও তাদের সম্পত্তির ওপর ৪৬৬ বার আক্রমণ চালিয়েছে। এসব আক্রমণে চারজন নিহত হয়েছেন এবং দুটি বেদুইন সম্প্রদায় জোরপূর্বক উৎখাত হয়েছে, যেখানে ৫০টি ফিলিস্তিনি পরিবার বাস করত।
হতাহত ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনা ও দখলদারদের হাতে পশ্চিম তীরে অন্তত ১,০১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং সাত হাজারেরও বেশি আহত হয়েছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত এক পরামর্শমূলক রায়ে জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব অবৈধ। আদালত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সব দখলকেন্দ্র খালি করার আহ্বান জানায়।
সূত্র: ইয়ানি সাফাক









