ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস মধ্যস্থতাকারী মিশর ও কাতারের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। এর অংশ হিসেবে জিম্মি-বন্দি বিনিময় প্রক্রিয়াও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে সংগঠনের এক সূত্র।
সোমবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
জানা যায়, হামাস ও সংশ্লিষ্ট পক্ষগুলো নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে এবং মধ্যস্থতাকারীদের কাছে আনুষ্ঠানিকভাবে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফিলিস্তিনের আলোচনায় ঘনিষ্ঠ আরেকটি সূত্র জানিয়েছে, মধ্যস্থতাকারীরা শিগগিরই চুক্তির ঘোষণা এবং আলোচনার পুনরারম্ভের তারিখ জানাবেন। পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর রাখার জন্য প্রয়োজনীয় নিশ্চয়তাও দেওয়া হয়েছে।
এ প্রস্তাবে প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতির পাশাপাশি দুই ধাপে জিম্মিদের মুক্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে ফিলিস্তিনের এক কর্মকর্তা জানিয়েছেন।
তবে এ বিষয়ে এখনো ইসরাইলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এএফপি









