মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, “লক্ষ্য স্পষ্ট। ফলাফল এড়ানো যাবে না। ইসরাইল গাজ্জায় জাতিগত হত্যাযজ্ঞ চালাচ্ছে।”
বুধবার (১৭ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রে তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি ওপ-এড নিবন্ধে তিনি এ কথা বলেন।
বার্নি বলেন, “ওয়াশিংটনকে ফিলিস্তিনিদের ওপর গণহত্যায় ইসরাইলের সহায়তা বন্ধ করতে হবে।”
স্যান্ডার্স তার নিজস্ব ওয়েবসাইটে লিখেছেন যে, গত দুই বছরে ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে।
স্যান্ডার্স হলেন প্রথম মার্কিন সিনেটর, যিনি সরাসরি গাজ্জায় ইসরাইলের হামলাকে জাতিগত হত্যাযজ্ঞ বলেছেন। এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদের কিছু সদস্যও এই ধরনের মন্তব্য করেছেন। তিনি ইসরাইলি কর্মকর্তাদের এমন কিছু বক্তব্যের কথাও স্মরণ করেছেন, যেখানে গাজ্জা ধ্বংস করার ও বসতি উচ্ছেদ করার দাবি করা হয়েছে। এছাড়াও তিনি গাজ্জায় নিহতদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রচণ্ড দুর্ভিক্ষের কথাও উল্লেখ করেছেন।
সূত্র: আরটিএ