শনিবার, মে ১০, ২০২৫

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হাতে ইসরাইলের আরো ৫ সেনা নিহত

spot_imgspot_img

লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ লড়াইয়ের সময় হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আরো পাঁচ দখলদার সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। হতাহতরা সবাই ইসরাইলের কুখ্যাত গোলানি ব্রিগেডের সদস্য।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এক সংবাদ সম্মেলনে দখলদার সেনাদের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি পাঁচ সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।

ইসরাইলের গণমাধ্যম নিহত সেনাদের পরিচয় দিয়েছে যাদের মধ্যে রয়েছে কোম্পানি কমান্ডার মেজর ওফেক বাচার, টিম কমান্ডার ক্যাপ্টেন ইলাভ সীমান তোভ, স্টাফ সার্জেন্ট ইলিয়াশিভ এইতান উয়িদার, ইয়াকভ হিল্লেল এবং ইয়েহুদা দ্রোর ইয়ালম।

আহতদের মধ্যে একজন কর্মকর্তা এবং দুই সৈনিকের অবস্থা গুরুতর।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img