শনিবার | ১৮ অক্টোবর | ২০২৫

জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী দোসর’ বলায় সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

সনদ স্বাক্ষরের আগে জুলাই আহতদের ওপর পুলিশি হামলা নিন্দা জানিয়ে বিচারের দাবি করেছে এনসিপি। একইসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ‘জুলাই আহতদের আওয়ামী দোসর’ বলার নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব, উনি গতকালের ঘটনায় জুলাইযোদ্ধা যারা গতকাল আহত হয়েছে, তাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদের আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এমনটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না- সেহেতু হয়তো তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আমাদের আহ্বান থাকবে তিনি তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন, আহত যোদ্ধা এবং শহিদ পরিবারদের কাছে ক্ষমা চাইবেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img