শনিবার | ১৮ অক্টোবর | ২০২৫

আফগানিস্তান শান্তিপূর্ণ সমাধান ও স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ: মাওলানা মুজাহিদ

পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এই হামলাগুলো আফগান বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো হয়েছে। বর্তমান উত্তেজনার জন্য সম্পূর্ণভাবে পাকিস্তানের আগ্রাসনক দায়ী। আফগানিস্তান শান্তিপূর্ণ সমাধান ও স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ।

এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মাওলানা মুজাহিদ বলেন, পাকিস্তানি সামরিক বাহিনীর বারবার সীমান্ত লঙ্ঘন এবং আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত উস্কানিমূলক কাজ, যা যুদ্ধকে দীর্ঘায়িত করার একটি প্রচেষ্টা।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া এই আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে। তবে আলোচনাকারী দলের মর্যাদা বজায় রাখার জন্য আফগান বাহিনীকে আপাতত নতুন কোনো পদক্ষেপ না নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কাতারে অবস্থানরত ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধি দলকে আহ্বান জানানো হয়েছে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক এই সংকট নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img

এই বিভাগের

spot_img