শনিবার | ১৮ অক্টোবর | ২০২৫

পাকিস্তানের প্রতি সন্দেহ প্রকাশ করে যা বললেন সাবেক মার্কিন কর্মকর্তা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে পকতিকা প্রদেশে হামলা চলানোয় পাকিস্তানের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আফগানিস্তানে নিযুক্ত আমেরিকার সাবেক বিশেষ প্রতিনিধি জালমি খলিলজাদ বলেছেন, পাকিস্তান কি সত্যিই একটি নির্ভরযোগ্য প্রতিবেশী? পাকিস্তানের কি এতটুকু ধৈর্যও নেই যে আফগানিস্তান শান্তি ও স্থিতিশীলতার স্বাদ পেতে পারে?

শনিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বর্তায় এসব প্রশ্ন করেন তিনি।

খলিলজাদ বলেন, মধ্যস্থতাকারীদের আহ্বান সত্ত্বেও আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর চেষ্টাকে পাকিস্তান উপেক্ষা করেছে। পাকিস্তান তার প্রতিশ্রুতি ভঙ্গ করে পাকতিকা প্রদেশে বেসামরিক জনগণ এবং ক্রীড়াবিদদের ওপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, বহু বছরের সংঘাতের পরে আফগানরা যখন তাদের দেশ পুনর্গঠনের চেষ্টা করছে, তখন তারা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

তিনি পাকিস্তানকে আহ্বান জানিয়ে বলেন, আফগানিস্তানের ওপর হামলা বন্ধ করতে হবে, নিজের ব্যর্থতা স্বীকার করতে হবে এবং যদি সত্যিকারের প্রতিবেশী হওয়ার দাবি করে, তবে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে হবে।

এই মন্তব্য এমন সময় এসেছে যখন কাতারের মধ্যস্থতায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনার শেষ পর্যন্ত বাড়ানো হয়েছিল; কিন্তু পাকিস্তান সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকতিকা প্রদেশে সাধারণ আফগান নাগরিকদের ওপর হামলা চালায়।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img

এই বিভাগের

spot_img