ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তার বোন মাছুমা বেগম বিন হাদি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে হাদির শিশুকালের বিদ্যাপীঠ ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ দাবি জানান তার বোন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
মাসুমা বেগম বলেন, ওসমান শুধু ভারতের শত্রু নয়, এই দেশে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি করে, লুটের রাজনীতি করে, তাদেরও শত্রু।
তিনি বলেন, ভারত আমাদের কোনোদিনও বন্ধু ভাবে না। তাই ইনসাফের রাষ্ট্র যেদিন কায়েম হবে, সেদিনই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারব আমরা। এছাড়া কোনোকিছুর বিনিময়ে ভারতের আধিপত্যবাদ শেষ হবে না। আমাদের লড়াই থামবে না, এ লড়াই চলবে।
এতে অংশ নেন ওসমান হাদির বোন মাছুমা বেগম, বিন হাদি ও ভগিনীপতি। শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
এনসিপি ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুফতি মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, তেজগাঁও থানার যুগ্ম সমন্বয়কারী ইমরান খান, নলছিটি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক রাকিব ফকির, ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাজালাল হোসাইন জেহাদী।










