শুক্রবার | ১৯ ডিসেম্বর | ২০২৫

‘গুলি করে বিপ্লব, রুখে দেওয়া যাবে না’; ভিসি চত্বরে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পর পরই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। এসময় শিক্ষার্থীরা ‌‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘গুলি করে বিপ্লব, রুখে দেওয়া যাবে না’, ‘শহীদ করে বিপ্লব, রুখে দেওয়া যাবে না’সহ নানা স্লোগান দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টায় জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বরে জড়ো হচ্ছেন।

এসময় ঢাবি শিক্ষার্থী সাদিক মুনিম বলেন, আমাদের অযোগ্য অর্থৈব রাষ্ট্র ব্যবস্থা এই খুনিদের পালিয়ে যেতে বাধ্য করেছে। যে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দালালি, চাঁদাবাজি, দুর্নীতি, সেই রাষ্ট্রের মুক্তির উপায় নেই। মুক্তির উপায় একটা, সেটি হলো বিপ্লব বিপ্লব বিপ্লব।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img