গত কয়েক মাস ধরে ইতিহাসের সব চেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বিশেষ করে গত বছরের মারাত্মক বন্যা পরিস্থিতিকে আরও নাজেহাল করে তুলেছে। সবমিলিয়ে দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান। তবে আরো একধাপ এগিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, “পাকিস্তান ইতিমধ্যেই ঋণ খেলাপি করেছে ও আমরা একটি দেউলিয়া দেশে বাস করছি।”
গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের শিয়ালকোটের একটি বেসরকারী কলেজের বার্ষিক সমাবেশে বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
বক্তৃতায় তিনি বলেন, “আপনি হয়ত অনেক লোককে বলতে শুনেছেন যে পাকিস্তান দেওলিয়া হয়ে যাবে, তবে আমি এটা বলতে চাই যে ইতিমধ্যে দেওলিয়া হয়ে গেছে। আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে।”
তিনি আরো বলেন, এ সমস্যার সমাধান নিজেদের দেশের মধ্যেই রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যে নয়।
উল্লেখ্য; পাকিস্তানি বিশেষজ্ঞদের মতে, দেশের অর্থনীতিকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রেসকিউ প্যাকেজের চেয়ে বেশি সাহায্যের প্রয়োজন হতে পারে।
সূত্র: কেপি