কাঠ বহনকারী বুলগেরিয়ার একটি ট্রাক থেকে ১৮ জন আফগান শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই ট্রাক থেকে ৫ জন শিশুসহ ৩৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বুলগেরিয়ার পুলিশ কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উপকণ্ঠে এই মরদেহগুলো পাওয়া গেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, পুলিশ ৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যাদের বিরুদ্ধে আগে থেকেই মানব পাচারের অভিযোগ ছিল।
বুলগেরিয়ার পুলিশের মতে, এই আফগান নাগরিকরা অবৈধভাবে সার্বিয়া যাওয়ার পরিকল্পনা করেছিল।
বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দীর্ঘ ক্ষুধা, ঠান্ডা ও উচ্চ আর্দ্রতায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু ঘটেছে।
বুলগেরিয়ার বিভিন্ন মিডিয়া এই ঘটনাটিকে বুলগেরিয়ার মানব পাচার সংক্রান্ত সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে।
উল্লেখ্য; ইউরোপীয় ইউনিয়নের সদস্যভূক্ত দেশগুলোতে অবৈধ অভিবাসনের অন্যতম পথ হল বুলগেরিয়া। তাছাড়া পূর্বে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো বুলগেরিয়া সরকারের বিরুদ্ধে আশ্রয়প্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তুলেছে।
সূত্র: এভিএ