ইউনাইটেড নেশনস অফিস ফর হিউম্যানিটারিয়ান এইড (ওসিএইচএ) বলছে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ১৪ মিলিয়ন মানুষকে নিরাপদ পানি সরবরাহ করার জন্য ৪৭৯ মিলিয়ন ডলার প্রয়োজন। এছাড়াও ২০২২ সালে পরিবারে বিশুদ্ধ পানীর প্রয়োজন ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) ওসিএইচএ এক ফেসবুক বার্তায় এ বিষয়টি জানায়।
সেই বার্তায় বলা হয়েছে, টানা ৩ টি খরার কারণে আফগানিস্তানের জনগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১২ শতাংশ পরিবার বিশুদ্ধ পানি সংগ্রহ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে।
উল্লেখ্য; গত বছরের গ্রীষ্মকালে কিছু প্রদেশে বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিল। এছাড়াও কিছু প্রদেশে অস্বাস্থ্যকর পানি পান ও ব্যবহার মানুষের মধ্যে বিভিন্ন রোগের বিস্তার ঘটিয়েছে।
সূত্র: এভিএ