রবিবার, মে ১৮, ২০২৫

আফগানিস্তানের ১৪ মিলিয়ন মানুষকে নিরাপদ পানি সরবরাহ করতে প্রয়োজন ৪৭৯ মিলিয়ন ডলার

spot_imgspot_img

ইউনাইটেড নেশনস অফিস ফর হিউম্যানিটারিয়ান এইড (ওসিএইচএ) বলছে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ১৪ মিলিয়ন মানুষকে নিরাপদ পানি সরবরাহ করার জন্য ৪৭৯ মিলিয়ন ডলার প্রয়োজন। এছাড়াও ২০২২ সালে পরিবারে বিশুদ্ধ পানীর প্রয়োজন ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) ওসিএইচএ এক ফেসবুক বার্তায় এ বিষয়টি জানায়।

সেই বার্তায় বলা হয়েছে, টানা ৩ টি খরার কারণে আফগানিস্তানের জনগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১২ শতাংশ পরিবার বিশুদ্ধ পানি সংগ্রহ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে।

উল্লেখ্য; গত বছরের গ্রীষ্মকালে কিছু প্রদেশে বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিল। এছাড়াও কিছু প্রদেশে অস্বাস্থ্যকর পানি পান ও ব্যবহার মানুষের মধ্যে বিভিন্ন রোগের বিস্তার ঘটিয়েছে।

সূত্র: এভিএ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img