উন্নয়নের ফল পাচ্ছে বলেই মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে টানা চারবার ক্ষমতায় এনেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জার্মানির মিউনিখে ইউরোপ প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ এর পর গত নির্বাচনই সবচেয়ে বেশি নিখুঁত হয়েছে। ২০০৮ সালের নির্বাচনে মাত্র ৩০ আসন পাওয়ার পর থেকেই বিএনপি ও তাদের জোট সঙ্গীরা নির্বাচন বিমুখ।
এ ছাড়া বিদেশে বিনিয়োগ অংশীদার খুঁজে বের করার পরামর্শ দিয়ে প্রবাসীদের অবৈধ অভিবাসীদের বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সোনার হরিণের আশায় এক শ্রেণির মানুষ ভূমধ্যসাগর হয়ে বিদেশে আসে, আর ডুবে মরে। তাদের আবার রাষ্ট্রের টাকা খরচ করেই সরকারেরই দেশে ফেরত নিতে হয়। প্রবাসে কর্মসংস্থানের জন্য সরকার ব্যাংক ও বিনিয়োগ দুটোই করছে।
দেশের উন্নয়নের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে, প্রবাসী বাংলাদেশিদের এর যোগ্য জবাব দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক দেশের অগ্রগতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা চায় না। তারা এখন মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের সমৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনাদের (প্রবাসী বাংলাদেশিদের) সঠিক তথ্য দিয়ে ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
এ সময় বিদেশি নেতাদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরতে বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা জানান, তাঁর সরকার সারা বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং বেশ কয়েকটি হাইটেক পার্ক প্রতিষ্ঠা করছে।
দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তাঁর সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, আমরা তৃণমূল পর্যন্ত উন্নয়ন নিশ্চিত করেছি।









