বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় কি তুরস্কের তৈরি মিসাইল ব্যাবহার করছে ইসরাইল; যা বলছে আঙ্কারা

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনিদের হত্যায় তুরস্কের তৈরি মিসাইল ব্যবহৃত হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি উঠেছে তা অস্বীকার করেছে আঙ্কারা।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজ্জার শুজাইয়ে এলাকার আশেপাশে ইসরাইলি বাহিনীর ছোড়া মিসাইলের স্রাপনেলের একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মিসাইলের স্রাপনেলে ‘মেড বাই তুর্কি’ অর্থাৎ এটি তুরস্কের তৈরি লেখা রয়েছে।

তবে এ বিষয়টি খন্ডন করছে তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের ‘মিথ্যা তথ্য যাছাইকারী বিভাগ।’

এক এক্স বার্তায় বিভাগটি জানিয়েছে, এই চিত্রটি মিথ্যা, কারণ তেল আবিবের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ধরনের অস্ত্র চুক্তিতে আবদ্ধ নয় আঙ্কারা। সেই সঙ্গে চিত্রটিতে যে বিষয়টি দেখানো হয়েছে সেটি আদৌ কোন অস্ত্রের অংশ কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “এটা এখনও স্পষ্ট নয় যে ছবিতে দেখানো বিষয়টি আদৌ কোন অস্ত্রের অংশ কি না।”

স্রাপনেলে ‘মেড বাই তুর্কি’ লেখাটির খন্ডনে বলা হয়েছে, “তুরস্কের প্রতিরক্ষা কোম্পানিগুলো তাদের প্রচারের জন্য কখনোই ‘মেড বাই’ বাক্যটি ব্যবহার করে না।”‘

এই ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর জন্য ইসরাইলকেই দায়ী করেছে তুরস্কের মিথ্যা তথ্য যাছাইকারী বিভাগ।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “ইসরাইল গাজ্জায় শুধুমাত্র গণহত্যাই চালাচ্ছে না, বরং সেখানের মানুষগুলোকে বিভ্রান্তি করে হতাশার দিকে ঠেলে দিচ্ছে।”

বিবৃতিতে, ‘ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান বলে পূর্ববর্তী একটি মিথ্যা দাবীর উপরে জোর দেওয়া হয়েছে, যদিও তা কঠোরভাবে অস্বীকার করেছিল ইসলামাবাদ। সেইসঙ্গে ইসরাইলের এইসব অপপ্রচারে সাড়া দেওয়ার প্রতি সতর্ক জানানো হয়েছে বিভাগটির পক্ষ থেকে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ