শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

রাজশাহীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে বাঘা উপজেলার তেপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার দুপুরে একটি বাস উপজেলার বাঘা-আড়ানী সড়কের তেপুকুরিয়া নামক জায়গায় পৌঁছালে পাশের একটি রাস্তা থেকে উঠে আসা মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের ত্রিমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালকসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলচালক মজনুকে (২৮) মৃত ঘোষণা করেন।

মজনু উপজেলার কলিগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে। তিনি ঘটনাস্থলেই মারা যান বলে চিকিৎসক জানিয়েছেন। এ ঘটনায় আহত অপর তিনজন হলেন চারঘাট উপজেলার পান্নাপাড়া গ্রামের আকরাম আলীর ছেলে ভ্যানচালক সাবাজ আলী (৪০), দক্ষিণ মিলিক বাঘা গ্রামের বিরালালের ছেলে অশোক (২৫) ও উত্তর মিলিক বাঘা গ্রামের শাহ আলীর ছেলে রাজন (৪৫)।

বাঘা থানার ওসি আব্দুল বারী জানান, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছেন। দুর্ঘটনা কবলিত বাস, মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img