জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার যত দ্রুত বিদায় নেবে দেশ ও জাতির জন্য তত মঙ্গল।
বুধবার (১৯ মার্চ) ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ইফতার মাহফিলে বিশৃঙ্খলার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এই সরকারের চলে যাওয়া উচিত, তারা দেশ চালাতে পারছে না। এই সরকার সুষ্ঠু নির্বাচনও দিতে পারবে না। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে বর্তমান সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে। বর্তমান সরকারের কিছু লোক জ্ঞানী-গুণী। কিন্তু, তাদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই। তাদের কোনো প্রস্তাবনা বাস্তবসম্মত হবে না।
ইফতার মাহফিলে জাপার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সামসুল হকের সভাপতিত্বে এবং সুলতান আহমেদ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।