শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

হামাসের হামলায় ইসরাইলের ৬ সেনা হতাহত

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক সেনা নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) গাজ্জার পূর্বাঞ্চলের আল-তুফাহ এলাকায় এ ঘটনা ঘটে।

ইসরাইলের একাধিক মিডিয়ার বরাতে ফিলিস্তিনের শাহাব বার্তা সংস্থা জানায়, গাজ্জার পূর্বাঞ্চলে একটি সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা হামাস যেদ্ধারা। এ হামলায় এক ইসরাইলি সেনা ও পাঁচ সেনা আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এক প্রতিবেদনে টাইমস অব ইসরাইল জানায়, হামাস যোদ্ধারা পূর্ব আল-তুফাহ এলাকায় ইসরাইলি বাহিনীর জন্য পূর্ব-পরিকল্পিতভাবে ফাঁদ পেতে রেখেছিল। প্রথম দফায়, দুই ইসরাইলি সেনা গুরুতর আহত হন। এরপর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিল, তখন একটি পুঁতে রাখা বিস্ফোরক বিস্ফোরিত হয়। এতে এক সেনা কর্মকর্তা নিহত ও দুই সেনা সদস্য আহত হন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img