শুক্রবার, মে ৯, ২০২৫

ইসরাইলকে আরো শক্তিশালী অস্ত্র দিচ্ছে বাইডেন

spot_imgspot_img

গাজা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি আগ্রাসন ও হত্যাযজ্ঞের মধ্যে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে তেলআবিবের কাছে এমন ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন দিয়েছে আমেরিকার। অনুমোদিত অস্ত্রের মূল্য বাংলাদেশী মুদ্রায় ৬ হাজার ২০০ কোটি টাকারও বেশি।

মার্কিন কংগ্রেসের বেশ কয়েকটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

ইসরাইলের কাছে বাণিজ্যিকভাবে এসব অস্ত্র বিক্রির আগ্রহের কথা গত ৫ মে সরকারের পক্ষ থেকে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয় বলে জানিয়েছেন কংগ্রেসের তিনজন কর্মী।

বিদেশী কোনো রাষ্ট্রের সাথে বড় ধরনের অস্ত্র বিক্রি চুক্তি কার্যকরের আগে নিয়মিত পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসেবেই কংগ্রেসকে বিষয়টি জানানো হয়। বাইডেন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন না করার জন্য কংগ্রেস ২০ দিন সময় পাবে। অবশ্য এ বিষয়ে কংগ্রেসের অনুমোদনের বিষয়টি মানতে বাধ্য নয় মার্কিন সরকার।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img