তুরস্ক কৃষ্ণসাগরের ৭৫ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের মজুত আবিষ্কার করেছে, যার মূল্য প্রায় ৩০ বিলিয়ন ডলার। এটি দেশটির আগামী সাড়ে তিন বছরের আবাসিক চাহিদা মেটাতে সক্ষম এবং শক্তি নিরাপত্তা বৃদ্ধি ও আমদানিনির্ভরতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (১৭ মে) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এক ঘোষণায় বিষয়টি জানান।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি সম্পূর্ণ শক্তি-স্বনির্ভর তুরস্ক গড়ে তোলা।”
তিনি আরো জানান, ২০২৫ সালের মার্চে শুরু হওয়া গোকতেপে-৩ কূপে খনন কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে।
এই আবিষ্কার তুরস্কের কৃষ্ণসাগরে পূর্বের খনন কার্যক্রমের সাফল্যের ধারাবাহিকতা। ২০২০ সালে, দেশটি সাকারিয়া গ্যাসক্ষেত্রে ৩২০ বিসিএম গ্যাস আবিষ্কার করেছিল। সেই গ্যাস উৎপাদন বর্তমানে দৈনিক প্রায় ৯.৫ মিলিয়ন ঘনমিটার পৌঁছেছে।”
এই নতুন মজুত তুরস্কের শক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, শক্তি নিরাপত্তা এবং আন্তর্জাতিক শক্তি বাজারে অবস্থানকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ডেইলি সাবাহ