মঙ্গলবার, মে ২০, ২০২৫

গাজ্জায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে নেদারল্যান্ডসে বিশাল সমাবেশ

spot_imgspot_img

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চলমান হত্যা-নৃশংসতার নিন্দা জানাতে নেদারল্যান্ডসে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) ফিলিস্তিনি জনগণের সমর্থনে দেশটির বৃহৎ শহর হেগ-এ হাজার হাজার মানুষ জড়ো হন।

দ্য হেগ থেকে সিনহুয়া এই খবর জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সমাবেশে অংশগ্রহণকারীরা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি ডাচ সরকারের সমর্থনের নিন্দা জানিয়ে বলেন, গত মার্চ থেকে গাজ্জায় শত শত মানুষ ক্ষুধায় মারা গেছে।

সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করছিলেন।

তারা মুখেও বিভিন্ন স্লোগান দিয়েছেন। গাজ্জার মানুষের আর্তনাদ ডাচ সরকারের কানে পৌঁছায় না বলে তারা সমালোচনা করেছেন। বিক্ষোভকারীরা বলেছেন, নেদারল্যান্ডস অর্থ দিচ্ছে, আর তা দিয়ে ইসরাইল বোমা মারছে।

সূত্র: বাসস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img