সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

আরতোগ্রুল খ্যাত এনজিন আলতানের সঙ্গে প্রতারণা, পাকিস্তানি টিকটকার গ্রেফতার

তুরস্কের ঐতিহাসিক ধারাবাহিক ‘দিরিলিস: আর্তুগুলের’ অভিনেতা আরতোগ্রুল খ্যাত এনজিন আলতান দুজিয়াতানের সঙ্গে প্রতারণার দায়ে পাকিস্তানের টিকটকার কাসিফ জামিরকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ‍জুন) লাহোর অপরাধ তদন্ত কর্তৃপক্ষ (সিআইএ) তাকে গ্রেফতার করে। এর আগে তার বিরুদ্ধে রেসকোর্স পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে এনজিন আলতান বলেন, অবৈধ মুনাফা অর্জনে সন্দেহভাজন ওই ব্যক্তি তার তারকাখ্যাতি ব্যবহার করেছেন। বেশ কয়েকটি চুক্তির বিনিময়ে ওই ব্যক্তি তাকে ভুয়া চেক হস্তান্তর করেছেন। এছাড়া অনুমতি না নিয়েই গোপন উদ্দেশ্যে আমার নাম ও ছবি ওই টিকটক তারকা ব্যবহার করেছেন।

আরতোগ্রুল খ্যাত এনজিন আলতান পাকিস্তানি টিকটকার কাসিফ জামির চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের পুলিশ মহাপরিদর্শকের কাছে অনলাইনে আবেদন করেন। ওই টিকটকার নিজেকে চৌধুরী গ্রুপ অব কোম্পানিজের স্বত্বাধিকারী বলে দাবি করেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img