অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বিমান হামলা চালিয়ে অন্তত ৪১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বিমান বাহিনীর এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১১০ জন।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে টানা ২১ মাস ধরে গাজ্জায় আগ্রাসী অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এখন পর্যন্ত গাজ্জায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৬৭ জনে। আহত হয়েছেন আরও এক লাখ ৩৯ হাজার ৯৭৪ জন। যাদের অধিকাংশই নারী ও শিশু।











