ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, গাজ্জায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার যুদ্ধ অব্যাহত রাখলে আরও বেশি সেনা হারাবে ইসরাইলি সরকার। হামাস ক্ষয়ক্ষতির যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং ইসরাইলের সৈন্যদের হত্যা বা বন্দী করার লক্ষ্যে গাজাজুড়ে অভিযান চালিয়ে যাবে।
শুক্রবার (১৮ জুলাই) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
আবু উবায়দা বলেন, এই সময়ের মধ্যে শত শত ইসরাইলি সৈন্য নিহত বা আহত হয়েছে এবং আরও হাজার হাজার মানুষ মানসিক আঘাত ও স্নায়বিক ব্যাধিতে ভুগছে।
তিনি বলেন, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বন্দীদের প্রতি কোনো প্রকৃত আগ্রহ নেই, কারণ তারা সৈনিক।
তিনি আরও বলেন, হামাস যোদ্ধারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি সৈন্যদের ধরে ফেলার চেষ্টা করেছে। যদি এই সন্ত্রাসী সরকার (ইসরাইল) গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের আরও সৈন্য এবং অফিসারদের কফিনে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা উচিত।
উল্লেখ্য, গাজ্জায় হামাস এখনো ৫০ জনকে আটকে রেখেছে, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। তারা বলেছে, গাজ্জায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরাইলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং অবরুদ্ধ অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশের বিনিময়ে তারা সকলকে মুক্তি দিতে প্রস্তুত।











