অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিড টিকার ভারতীয় সংস্করণ ‘কোভিশিল্ড’ এর নকল ডোজ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ভারত ও আফ্রিকার কর্তৃপক্ষ জুলাই থেকে আগস্টের মধ্যে নকল ডোজগুলো জব্দ করেছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এ বিষয়ে এক বিবৃতিতে ডব্লিউএইচও’র পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে বলা হয়, ভারত ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কোভিশিল্ড টিকার উল্লেখযোগ্য পরিমাণ নকল ডোজ উদ্ধার হয়েছে। এই টিকার প্রস্তুতকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট ইতোমধ্যে স্বীকার করেছে, উদ্ধারকৃত ডোজগুলো নকল বা ভুয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নকল ডোজ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন। কারণ, এসব কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।
তবে বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দাফতরিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।