উপমহাদেশের অন্যতম প্রধান আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, মজলিসে দাওয়াতুল হকের আমীর মাওলানা মাহমুদুল হাসান।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক শোকবার্তায় তিনি বলেন, হাদিসে রাসুলের নিবেদিত খাদেম, উম্মাহর দরদী ব্যাক্তিত্ব, একজন আবেদ, যাহেদ ও বুজুর্গ ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। তার ইন্তেকালে আমাদের অঙ্গনে গভীর শূন্যতা তৈরি হয়েছে, আল্লাহ তায়ালা তার নিমাল বদল দান করেন।
মাওলানা মাহমুদুল হাসান বলেন, তার কর্মমুখর জীবনের সবচেয়ে বেশি সময় কেটেছে হাদিসে রাসুলের দরসে। প্রচন্ড মেধাবী ও প্রজ্ঞাবান মুহাদ্দিস ছিলেন তিনি। তার দরসে হাদিস এর সুনাম-সুখ্যাতি দেশ-বিদেশে স্বীকৃত। এছাড়াও তার দরস গ্রন্থাকারে ব্যাপক সমাদৃত। তিনি উপমহাদেশের বরেণ্য শাইখুল হাদিস ও কালের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা ইউসুফ বিন নুরী রহ.-এর সরাসরি শাগরের ছিলেন। সৌভাগ্যক্রমে আমিও হযরত ইউসুফ বিন নুরীর শাগরেদ।
আল্লামা বাবুনগরী দেশ মানবতা ও ইসলামের কল্যাণে নিবেদিত উল্লেখ করে মাওলানা মাহমুদুল হাসান বলেন, দেশব্যাপী তার ছাত্র-শাগরেদ ও অসংখ্য গুনগ্রাহী রয়েছে, আছে ভক্ত অনুরক্ত ও শুভাকাঙ্ক্ষী। তিনি দেশের নানা প্রান্তে ওয়াজ, মাহফিল ও বয়ানের মাধ্যমে মানুষকে কল্যাণের পথে আহবান করেছেন। উম্মাহর দরদি এই ব্যাক্তিত্বকে আল্লাহ তায়ালা কবুল করুন।
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি আল্লামা বাবুনগরীর জন্য ওলামায়ে কেরাম, ছাত্র-শিক্ষওক ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন মাওলানা মাহমুদুল হাসান। আল্লামা বাবুনগরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন তিনি।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন আল্লামা বাবুনগরী। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগ ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
আল্লামা বাবুনগরী উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন, শিক্ষাবিদ, লেখক, গবেষক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, চট্টগ্রাম নূরানী তালীমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মুঈনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লী, মাসিক দাওয়াতুল হকের পৃষ্ঠপোষক, ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের চেয়াম্যান সহ একাধিক সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি ‘মজলুম জননেতা’, ‘কায়েদে মিল্লাত’, ‘আপোষহীন সিপাহসালার’ ইত্যাদি উপাধিতে ভূষিত। তিনি উপমহাদেশের বরেণ্য শাইখুল হাদিস ও কালের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা ইউসুফ বিন নুরী রহ.-এর সরাসরি শাগরের ছিলেন। আল্লামা বাবুনগরী ২০১৩ সালের হেফাজত আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছিলেন।