ইমরাতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাপ্রধান ক্বারী ফসিহউদ্দিন ফিতরাত বলেছেন, স্বাধীন জীবনযাপন করা আফগানদের অভ্যাস এবং এটি তাদের প্রাচীন বৈশিষ্ট্য। এই জাতি কখনোই দখলের ছায়াতলে বসবাস করতে চায় না।
মঙ্গলবার (১৯ আগস্ট) ইংরেজ উপনিবেশ থেকে আফগানিস্তানের স্বাধীনতা অর্জনের ১০৬তম বার্ষিকীর উপলক্ষে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আফগান সেনাপ্রধান বলেন, “আফগানরা দখলের ছায়াতলে জীবন না কাটানোর জন্য যেকোনো ধরনের ত্যাগ ও আত্মোৎসর্গে প্রস্তুত।”
তিনি বলেন, “আমরা আজকের এই দিন উদ্যাপন করছি এমন সময়ে, যখন আমাদের দেশ সম্পূর্ণভাবে স্বাধীন।”
তিনি আরও বলেন, “আগে এই দিনটি এমন সময়ে উদ্যাপন করা হতো, যখন আফগানরা দখলের ছায়াতলে জীবন কাটাত।”
উল্লেখ্য, ইংরেজ উপনিবেশ থেকে স্বাধীনতা অর্জনের ১০৬তম বার্ষিকীর এই অনুষ্ঠান জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হলরুমে চলছে, যা জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
সূত্র: আরটিএ