ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দপ্তর প্রধান নূরুল হক আনোয়ার বলেছেন, “আফগানরা এক শতকের মধ্যে তিনটি বড় সাম্রাজ্যকে পরাজিত করেছে। নতুন প্রজন্মের উচিত সেই পরাজয়ের দিনগুলো গর্বের সাথে স্মরণ ও উদযাপন করা এবং অর্জিত স্বাধীনতাকে দৃঢ়ভাবে রক্ষা করা।”
মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রিটিশ উপনিবেশ থেকে আফগানিস্তানের স্বাধীনতা অর্জনের ১০৬তম বার্ষিকীর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নূরুল হক আনোয়ার বলেন, আমাদের এমন পথ অবলম্বন করতে হবে, যাতে দখলদাররা আর কখনোই এ দেশে প্রবেশ করার চিন্তাও না করে।
তিনি আরও বলেন, স্বাধীনতা রক্ষার জন্য সুসংহত মানসিকতা ও দৃঢ় চিন্তাধারার বিকাশ অত্যন্ত জরুরি।
গত এক শতাব্দীতে আফগানিস্তান তিনবার দখল হয়েছে। এ ধরনের পরিস্থিতি রোধে দেশের জনগণের মধ্যে চিন্তাগত ঐক্য, শিক্ষা এবং দৃঢ় সংকল্প গড়ে তোলা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: আরটিএ