শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

হামাসের পুঁতে রাখা বোমায় উড়ে যায় ৪ ইসরাইলি সেনা

গাজ্জার দক্ষিণাঞ্চলীয় রাফায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন সেনা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী একথা নিশ্চিত করেছে।

নিহত সেনারা হলেন, মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেনেন্ট ইরান সেলাম, লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেনেন্ট রোন আরিলি।

আইডিএফ প্রাথমিক তদন্ত শেষে জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে রাফার জেনিনা মহল্লায় অভিযানের সময় হামলার শিকার হন তারা। তখন একটি ডি-৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং দুটি হামভি গাড়ি এরপ পেছনে চলে যাচ্ছিল।

এর মধ্যে একটি হামভি রাস্তা থেকে কিছুটা সরে গেলে একটি বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ওই চার সেনা নিহত এবং আরো তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img
spot_img

এই বিভাগের

spot_img