ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, “আফগানিস্তান যুদ্ধ চায় না, তবে যদি আমাদের ভূখণ্ডে আক্রমণ হয় তাহলে আমরা নিশ্চুপ থাকব না।”
রোববার (১৯ অক্টোবর) কাতারে দোহা মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ঐতিহাসিক দৃঢ়তার কথা উল্লেখ করে মাওলানা ইয়াকুব বলেন, আমাদের কথা ও কাজ এক। অতীতের আক্রমণের সময়ও আমরা আমাদের দেশ রক্ষায় দৃঢ়ভাবে টিকে ছিলাম।
ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্রনীতি সম্পর্কে তিনি বলেন, আমরা কারও পক্ষে থেকে বা কারও সমর্থনে কোনো সম্পর্ক গড়ে তুলি না। আমাদের অবস্থান সম্পূর্ণ স্বাধীন।
সূত্র: হুরিয়াত রেডিও