সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

খালেদা জিয়া-তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য একটি বুলেট প্রুফ গাড়ি ও একটি বাস আমদানির অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৯ অক্টোবর) সকালে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচনী প্রচারণা চালানোর জন্য নিরাপত্তার কারণে গাড়ি দুটি কেনার অনুমতি দেওয়া হয়েছে।

কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেটপ্রুফ গাড়ি কেনা হবে, তা এখনো চূড়ান্ত করেনি বিএনপি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img