কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ‘ঢাকা মহানগরীতে নাশকতার পরিকল্পনাকারী চারজনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।