সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ : সারজিস

বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তিনি বলেন, দেশের স্থিতিশীলতা, অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণ এমন জায়গায় প্রতিদিন সিরিজ আকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমি মনে করি ফ্যাসিস্টদের তোষামদকারী দোসরদের অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারে নাই। তাই তারা অডিও, ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজ করছে। এখানে গুরুত্ব সহকারে তদন্ত হওয়া উচিত।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর তিলোত্তমা হোটেলে এনসিপির জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সুশীল ও দয়াপ্রবণ মনোভাব থেকে বের হয়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের সুশীল ও দয়াপ্রবণ মনোভাব থেকে বেরিয়ে এসে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গতকাল বিমানবন্দরে ঘটনা হাজার হাজার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে। একজনের প্রতি সুশীলতা প্রকাশ করতে গিয়ে হাজার পরিবারের সাথে অন্যায় করতে পারি না। সরকারকে একটু শক্ত ও দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে দেখতে চাই। তাহলে নির্বাচনকালীন তাদের প্রতি রাজনৈতিক দল ও জনগণের আস্থা তৈরি হবে।

সাংগঠনিক বিষয়ে তিনি বলেন, আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি করতে চাই। আগামী নভেম্বর মাসে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওয়ার্ড পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করতে পারবো। এতে করে পার্টি শক্তিশালী হবে।

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগরের প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, এনসিপি নেতা আলমগীর নয়ন, আলমগীর হোসেন প্রমূখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img