শুক্রবার, মে ৯, ২০২৫

পাকিস্তান-আজারবাইজান বৈঠক: বিপদে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি

spot_imgspot_img

বিপদে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ও আজারবাইজান।

শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে দেশ দুটি এ প্রত্যাশা ব্যক্ত করে। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা।

এছাড়া উভয় দেশের মধ্যে সংস্কৃতি সহযোগিতার বিষয়টিও প্রধান্য পায়।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, আজারবাইজান ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় রাউন্ড বৈঠকে উভয় দেশ এই চুক্তিতে সম্মত হয়েছে।

বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব সোহেল মাহমুদ এবং আজারবাইজানের পক্ষে ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী রমিজ হাসানভ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে নাগোরনো-কারাবাখ ইস্যু নিয়ে ইসলামাবাদের নীতির বিষয়টিও তুলে ধরা হয়। এতে কারাবাখে আজারবাইজানের বিজয়কে ঐতিহাসিক বলেও উল্লেখ করা হয়।

এদিকে আজারবাইজানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী হাসানভ ইসলামাবাদকে তার অবস্থানের জন্য ধন্যবাদ জানান। অপরদিকে বিরোধপূর্ণ জম্মু-কাশ্মীর নিয়ে আজারবাইজানের অবস্থানকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান।

বৈঠকে বিশ্ব ও আঞ্চলিক ফোরামে উভয় দেশ পারস্পরিক স্বার্থে একে অপরকে সমর্থন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img