ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালযয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহীদ আবু চত্বর হয়ে রংপুর নগরীর মডার্ন মোড় অতিক্রম করে আবার আবু সাঈদ চত্বর, লালবাগ এলাকা ঘুরে শাপলা চত্বর অভিমুখে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘লীগ ধর জবাই কর, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথে রাজপথ, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, গোলামি না আজাদী, আজাদী আজাদীসহ বিভিন্ন স্লোগানে রংপুরের রাজপথ মুখরিত করে তোলে।
বিক্ষোভ মিছিলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি রংপুর কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।










