শুক্রবার | ১৯ ডিসেম্বর | ২০২৫

ঢাবির মুজিব হলের নাম বদলে শহীদ ওসমান হাদী হল নামকরণ করেছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদী হল নামকরণ করেছেন। সেখানে ‘শহীদ ওসমান হাদী হল’ নামে ব্যানার লাগিয়ে দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপেও শিক্ষার্থীরা এই হলের নাম পরিবর্তনের দাবি তোলেন এবং অন্যান্যরা তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছেন।

কিছু শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামও পরিবর্তন করে শহীদ ফেলানী হল করার প্রস্তাব তুলেছেন।

মুজিব হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ বলেন, মুজিবের জারজ সন্তানদের একের পর এক হত্যাকাণ্ড চলছেই। হলের শিক্ষার্থীরা দুইবার ভিসিকে স্মারকলিপি দিয়েছে। কিন্তু ক্যাম্পাসে কিছু প্রশাসন এবং স্বার্থান্বেষী প্রভাবের কারণে মুজিব ও তার স্ত্রীর নামে থাকা হলের নাম পরিবর্তন হয়নি। হাদী ভাইয়ের মৃত্যু আমাদের ভুলের ফল। তাই মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ শরিফ ওসমান হাদীর নামে নামকরণ করা হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img