ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভে করে ছাত্র-জনতা। এরই অংশ হিসেবে মুজিবের ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িটি ফের বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৫টার দিকে সে বাড়িটিকে বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় সাধারণ জনতা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেবো না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’সহ বিভিন্ন স্লোগান দেন।










