ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ-এর তত্ত্বাবধানে আয়োজিত ৩৮তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়াতুল ফালাহ ময়দানে শুরু হয় দুই দিনব্যাপী এই মহাসম্মেলন।
তবে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) শেষ দিনের আয়োজন দেশের সার্বিক পরিস্থিতির কারণে স্থগিত করা হয়।
আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের কার্যক্রম স্থগিতের বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন ইসলামী সম্মেলন সংস্থার সেক্রেটারি ও ঢাকা বসুন্ধরা মাদরাসার মুহতামিম মুফতী আরশাদ রহমানী।










